অভিভাবকদের সংবাদ সম্মেলন
লক্ষ্মীপুরে এসএসসির ফল পুনর্মূল্যায়ন দাবি
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলে গ্রেডিং বিপর্যয় হওয়ায় লক্ষ্মীপুরের হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি করেছেন অভিভাবকরা। আজ শুক্রবার দুপুরে জেলা শহরের একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান তাঁরা।
শিক্ষার্থী সৈয়দ মোহাম্মদ ফায়সাল আলম সিপাতের বাবা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ ফখরুল আলম নাহিদ জানান, হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণকারী পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন ৫০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অন্তত ৬০-৭০ জন শিক্ষার্থী জিপি এ-৫ পাওয়ার ব্যাপারে তারা নিশ্চিত ছিলেন। কেননা এসব শিক্ষার্থী বিগত পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও মেধা তালিকায় তাদের অবস্থান ছিল। এ সময় তিনি দাবি করে বলেন, “এ কেন্দ্রের বাংলা ও রসায়নসহ দুই-একটি বিষয়ের খাতা পুনর্মূল্যায়ন করলে অন্তত ১০০ শিক্ষার্থী জিপি এ ৫ পাবে।
শিক্ষার্থী মার্জিয়া মাহাজাবিনের বাবা অধ্যাপক আহম মোশতাকুর রহমান ও ইসরাত মেহজাবিন তিহার বাবা অ্যাডভোকেট মো. বেলাল উদ্দিন জানান, শুধূমাত্র খাতা মূল্যায়নজনিত ত্রুটির কারণে শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যত জীবন অনিশ্চয়তায় পড়েছে। এ অবস্থায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
এ ব্যাপারে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের সচিব নুরুল ইসলাম জানান, তাঁর বিদ্যালয়ের ২০৩ জনসহ এই কেন্দ্রে পাঁচ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। হাজিরপাড়া বিদ্যালয়ের ৪০ এবং পুরো কেন্দ্রে অন্তত ৭০ জন জিপিএ ৫ পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। একজন শিক্ষার্থীও জিপিএ ৫ না পাওয়ায় এ ফল তাঁরা মেনে নিতে পারছেন না। এ অবস্থায় বাংলা, রসায়ন এবং ইসলাম শিক্ষা বিষয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়ন দাবি জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন