লক্ষ্মীপুরে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন
লক্ষ্মীপুরে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।
জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এদিকে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
জেলার চারটি পৌরসভা ও পাঁচটি উপজেলা নিয়ে গঠিত জেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬৭ জন এবং পাঁচটি সংরক্ষিত নারী সদসস্য পদে ১৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামছুল ইসলাম লড়ছেন আনারস প্রতীকে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি এম আলাউদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর চেয়ারম্যান প্রার্থী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান হেলিকপ্টার প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, উপজেলা পরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং নারী সদস্যরা ভোট দিবেন। মোট ৮২১ জন ভোটার ওয়ার্ড ভিত্তিক নির্ধারিত ১৫টি কেন্দ্রে ভোট দেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন