লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযদ্ধে’ গুলিবিদ্ধ ১
লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মুসলিম (৩৫) নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। ওই ঘটনায় শুকুর আলী নামে মুসলিমের এক সহযোগীকেও আটক করে পুলিশ। উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। মঙ্গলবার ভোর রাতে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাইচা গ্রামের একটি সুপারি বাগানে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, আটক মুসলিমের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে তাকে সাজা প্রদান করেন আদালত।
গুলিবিদ্ধ মুসলিমকে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের সর্দার বাড়ির আব্দুল করিম সর্দারের ছেলে।
চিকিৎসাধীন মুসলিম দাবি করেন, তাকে আটকের পর অস্ত্র ঠেকিয়ে বাম পায়ে গুলি করে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মুসলিমকে আটক করা হয়।
তিনি আরও জানান, মুসলিমের সহযোগী শুকুর আলীকে পালিয়ে যাওয়ার সময় ধরা হয়। পরে ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি এলজি, একটি চেনি ও একটি শাবল উদ্ধার করা হয়। তাদের পরে গ্রেফতার দেখানো হয়।
মুসলিমের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের আটটি এবং শুকুর আলীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলেও জানান ওসি লোকমান হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন