লক্ষ্মীপুরে প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাংচুর
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর করেছে রোগীর স্বজন ও স্থানীয় উত্তেজিত জনতা।
শনিবার সকালে উপজেলার সোনাপুর আল হেলাল হাসপাতালে এ ভাংচুরের ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া পাঠান বাড়ির ইউসুফ আলীর স্ত্রী মরিয়ম বেগমের (৩০) প্রসব ব্যথা শুরু হয়। পরে তারা স্থানীয় এক দালালের মাধ্যমে সোনাপুর আল হেলাল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেদিনই বিকাল ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত ডাঃ সাদিয়া চৌধুরী সিম্মির সঙ্গে রামগঞ্জ সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার গুলময় পোদ্দার সিজার অপারেশন করে বাচ্চা প্রসব করানো হয়।
রাত ১২টায় প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে অবস্থা বেগতিক দেখে প্রসূতিকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজনকে বলেন ডা. সাদিয়া। পরে কমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত তিনটায় সে মারা যায়।
শনিবার সকালে নিহতের স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বাক-বিত-ার এক পর্যায়ে স্বজনরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালে আসবাবপত্র ব্যাপক ভাংচুর এবং দায়িত্বরত ডাঃ সাদিয়া চৌধুরী সিম্মিকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রামগঞ্জ সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হক জানান, অপারেশনে কোনো সমস্যা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রক্তক্ষণ হলে হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন