লক্ষ্মীপুরে বিরল প্রজাতির প্রাণি উদ্ধার, দেখতে অনেকটা বাঘের মতো
সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের হাজিরহাট ইউনিয়নের করুনানগর এলাকার আবু হাওলাদারের বাগান বাড়ি থেকে স্থানীয়দের হাতে বিরল প্রজাতির একটি প্রাণি ধরা পড়েছে।
প্রাণিটি দেখতে অনেকটা বাঘের মতো। সারা গায়ে ডোরাকাটা কালো দাগ আছে। ৩ ফুট লম্বা, উচ্চতা দেড় ফুট, ওজন প্রায় ৮ কেজির মতো হবে।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে শিশুরা বাগানের পাশে খেলছিল। এসময় প্রাণিটিকে দেখে শিশুরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি এলাকা ছড়িয়ে পড়লে লোকজন একত্রিত হয়ে ফাঁদপাতে। সন্ধ্যায় প্রাণিটি ফাঁদে আটকা পড়ে। এসময় স্থানীয়দের লাঠির আঘাতে প্রাণিটি কিছুটা আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাণিটিকে উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, খবর পেয়ে আহত অবস্থায় প্রাণিটিকে উদ্ধার করা হয়েছে।
কমলনগর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আক্তারুজ্জামান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে যাচ্ছি। প্রাণিটিকে দেখার পর বলা যাবে এটি বাঘ না অন্য কোনো প্রাণি। এ ব্যাপারে বণ বিভাগের রেঞ্জার ও চিড়ায়াখানা কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন