লক্ষ্মীপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ : যুবলীগকর্মী আটক
পূবালী ব্যাংকের লক্ষ্মীপুরের রায়পুর শাখার জুনিয়র অফিসার জিল্লুর রহমানকে এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে মারধর করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তাকে ওই ব্যাংকের নিচ থেকে তুলে নেয়া হয়।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রায় তিন ঘণ্টা পর শহরের নতুন বাজার এলাকার একটি সুপারি বাগান থেকে তাকে উদ্ধার করেন। এসময় যুবলীগ কর্মী আনোয়ার হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় বিকেলে অপহরণের শিকার ব্যক্তির স্ত্রী খাদিজা বেগম পান্না বাদী হয়ে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েলকে প্রধান আসামি করে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটক আনোয়ার উপজেলার পূর্বলাচ গ্রামের তোফায়েল আহম্মেদের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রায়পুর উপজেলার পূর্ব গাইয়ারচর গ্রামের ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমানকে বেলা ১১টার দিকে নতুন বাজারের সালাহ উদ্দিন জুয়েল ও আনোয়ার ব্যাংক লোন নেয়ার কথা বলে কৌশলে তুলে নিয়ে যায়। তারা জিল্লুকে নতুন বাজার এলাকায় দুলাল কারীর সুপারির বাগানের একটি কক্ষে আটকে রাখে। সেখানে আরও অজ্ঞাত এক সহযোগীসহ তাকে মারধর করে। পরে জিল্লুর মোবাইল ফোন থেকে স্ত্রীর কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অল্প সময়ের মধ্যে এ টাকা না দিলে তাকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেয়া হয়। পরে বিষয়টি থানা পুলিশ জানালে অভিযান চালিয়ে তাকে উদ্ধার ও একজনকে আটক করা হয়।
আহত জিল্লুর রহমানকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, অপহরণের পর মারধর করে এক লাখ টাকা দাবি করা হয়। এ টাকা দিতে দেরি করলে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা।
রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, এ ঘটনায় অপহরণের মামলা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন