লক্ষ্মীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগের ৮ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার মান্দারী বাজারে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী এ আয়োজন করেন।
এ সময় বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক এম আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাবেদ হোসেন, যুগ্ম-সম্পাদক রাজ বিজয় চক্রবর্তী, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম রোকন প্রমুখ।
বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্না ও কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক আহবায়ক রায়হান হোসাইন তুষারসহ যুবলীগ-ছাত্রলীগের নেতাদের নামে ষড়যন্ত্রমূলক দায়ের করা হয়েছে। দ্রুত এ মামলা প্রত্যাহার না করা হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদরের হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান শাকিলের ওপর হামলা চালানো হয়। শাকিল জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের অনুসারী। হামলার ঘটনায় আরিফুর রহমান বাদী হয়ে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের ৮ নেতার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন