লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে মো. ফয়সাল (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল বশিকপুর ইউনিয়নের ফজলুল করিমের ছেলে।
বশিকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নিশান জানান, ফয়সাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুলিশকে সহযোগিতা করায় তাকে সন্ত্রাসীরা হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, ফয়সাল এলাকায় সন্ত্রাস-দমন ও মাদক নির্মূলে পুলিশকে বিভিন্ন সময় সহযোগিতা করতেন। স্থানীয় সন্ত্রাসীদের ভয়ে বেশ কয়েক মাস থেকে তিনি এলাকা ছেড়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। ঘটনার সময় বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে ফয়সাল নিজ বাড়ি যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলের চৌকিদার বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঘটনাস্থল থেকে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার মুঠোফোনে বলেন, ফয়সালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।
এই সংক্রান্ত আরো সংবাদ

রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন

মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন

অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন