লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী সুমন প্রকাশ লিটনের (৩০) ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ ড. আবুল কাশেম এ রায় দেয়। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর আদালতের সরকারি কৌশলী (পিপি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ফাঁসির দন্ডপ্রাপ্ত সুমন কুমিল্লার নাঙ্গল কোর্ট এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। নিহত স্ত্রী রাশেদা বেগম মুক্তা (২৩) কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের মৃত তাজল হকের মেয়ে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালে কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের ঢাকার গার্মেন্টস শ্রমিক রাশেদা বেগম মুক্তাকে কুমিল্লার নাঙ্গল কোর্ট উপজেলার সুমন প্রকাশ লিটন বিয়ে করেন। ২০১৪ সালের শেষের দিকে তারা ৪ বছরের কন্যা সুবর্ণাকে নিয়ে কমলনগরের বাড়িতে এসে বসবাস করতে থাকে। ওই সময় সুমন বাড়ির পার্শ্ববর্তী ইটভাটায় কাজ নেয়। কারণে-অকারণে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। স্ত্রীকে মারধর করায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশী বৈঠক হয়।
২০১৫ সালের ৯ মার্চ রাতে তারা ঘরের একটি রুমে ঘুমিয়ে পড়ে। ভোরে দু’জনের ধস্তাধস্তির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে যায় পাশের রুমে থাকা তার (রাশেদা) বোন পেয়ারা বেগম। এসময় স্বামী লিটন দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন রাশেদার গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে।
এ ঘটনার পরদিন নিহতের ভাই আবদুর জাহের বাদী হয়ে কমলনগর থানায় সুমনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন