লক্ষ্মীপুরে ৭নং বিপদ সংকেত, উপকূলে মাইকিং
লক্ষ্মীপুর: ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ক্রমেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় লক্ষ্মীপুরের চার উপজেলায় ৭নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্থানীয়দের আশ্রয়কেন্দ্র অবস্থান করার জন্য জেলা প্রশাসনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রধান সহকারী মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সকল মাছ ধরার নৌকা, ট্রলার ও জেলেসহ সাধারণ মানুষদের নিরাপদ স্থানে অবস্থান করতে অনুরোধ করছেন জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা। লক্ষ্মীপুরে দুর্যোগ মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। যে কোনো জরুরি প্রয়োজনে ০১৭৮৮-৫৭৭৭২০, ০১৭৮৮-৫৭৭৭২১, ০১৭৮৮-৫৭৭৭২৭, ০৩৮১৬২৪৮৩ নাম্বারে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রধান সহকারী মো. শাহ আলম জানান, লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চল সমূহে ৭নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অব্যাহত মাইকিং করে লোকজনদের নিরাপদ স্থানে কিংবা আশ্রয় কেন্দ্রে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবেলায় জেলা প্রশাসনেরর পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন