লজ্জার রেকর্ড গড়লেন উমর আকমল

রেকর্ড নাম শুনলেই চিন্তায় চলে আসে ভালো কিছু অর্জনের। কিন্তু ক্রিকেটে কিছু লজ্জার রেকর্ডও আছে। ম্যাচ ফিক্সিং বিতর্কে জর্জরিত পাকিস্তান সুপার লিগে এবার তেমনই এক রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। তিনিই এখন টি-টোয়েন্টি ইতিহাসের সবথেকে বেশি ‘ডাক’ খাওয়া ব্যাটসম্যান। ক্রিকেটীয় ভাষায় ‘ডাক’ বলতে শূন্য রানে আউট হওয়াকে বোঝায়।
রোববার পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে পেশোয়ার জালমির বিপক্ষে ব্যাটিংয়ে নেমে হাসান আলীর বলে শূন্য রানে আউট হন। হার্শাল গিবসের ২৩ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড টপকে ২৪ বার শূন্য রানে আউট হয়ে সেটি নিজের করে নেন উমর আকমল।
আকমলের মতই তার স্বদেশী শহিদ আফ্রিদি টি-টোয়েন্টিতে না হলেও আন্তর্জাতিক পর্যায়ে ওয়ানডেতে ৩০ বার শূন্য রানে আউট হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
টি-টোয়েন্টিতে ২০৪টি ম্যাচ খেলেছেন উমর আকমল। যদিও তার থেকে অনেক কম ম্যাচ খেলেই ২৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন গিবস। ২৩ বার করে আউট হয়ে গিবসের সাথেই রয়েছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন