লজ্জিত ও ব্যথিত কাজী হায়াৎ অভিমানে সরে গেলেন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী পরিচালক কাজী হায়াৎ দীর্ঘদিন ধরেই সিনেমা নির্মাণ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। আর কোনদিন সিনেমা নির্মাণের ইচ্ছাও ছিল না তার। সম্প্রতি প্রিয় একজন প্রযোজকের চাপাচাপিতে অবশেষে নতুন একটি সিনেমা নির্মাণের ইচ্ছা পোষণ করেন তিনি। নতুন সিনেমার নাম নিবন্ধনের জন্য আবেদনও করেন।
কিন্তু পরিচালক সমিতি তার সিনেমার নাম নিবন্ধনের ব্যাপারে টালবাহানা শুরু করে। লজ্জিত ও ব্যথিত কাজী হায়াৎ তাই অনেকটা অভিমানেই সমিতি থেকে ইস্তফা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার কাজী হায়াৎ নিজে এফডিসিতে গিয়ে লিখিতভাবে পরিচালক সমিতির সদস্যপদ থেকে নাম প্রত্যাহার করে নেয়ার আবেদন করেন। আবেদনপত্রে তিনি এই কথাগুলোই উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রকাশনা ও দপ্তর সম্পাদক মো. সালাহউদ্দিন তার আবেদনপত্রটি গ্রহণও করেছেন।
কাজী হায়াতের সরে যাওয়া প্রসঙ্গে সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা তার আবেদনপত্রটি পেয়েছি। পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। তিনি যে অভিযোগ এনে নিজেকে সরিয়ে নিচ্ছেন সেটি খতিয়ে দেখা হবে। কেননা, তিনি বাংলা চলচ্চিত্রের একজন সিনিয়র পরিচালক।’
১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। পরে ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমাটি পরিচালনার মধ্যদিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পরিচালিত বেশিরভাগ সিনেমায় তিনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র ফুঁটিয়ে তোলেন। এ পর্যন্ত ৫০টিরও বেশি সিনেমা পরিচালনা করেছেন কাজী হায়াৎ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন