লঞ্চডুবির তিনদিন পর মেরিন আদালতে মামলা
বরিশালের বানারীপাড়ার দাসেরহাট বাজারের মসজিদ বাড়ি ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে লঞ্চডুবির ঘটনার তিনদিন পর মেরিন আদালতে নৌযানটির মালিক-চালক ও তার সহকারীর (হেলপার) বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার দুপুরে বিআইডব্লিউটিএর বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মেরিন আইনে মামলাটি করেন।
মামলায় ঐশী প্লাস নামে ওই নৌযানটির মালিক ও চালক বানারীপাড়া পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী হাওলাদার এবং তার সহকারী (হেলপার) মো. নয়নকে আসামি করা হয়েছে।
বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, বানারীপাড়ায় যাত্রী নিয়ে নৌযান ডুবির ঘটনায় ঢাকার মেরিন আদালতে মামলা হয়েছে। সার্ভে সনদ, রেজিস্ট্রেশন, সময়সূচিবিহীন নৌযান চালানো ও সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে এতোগুলো প্রাণহানির ঘটানোর অভিযোগ করা হয় মামলার আরজিতে।
এর আগে গতকাল শুক্রবার লঞ্চডুবির ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। দায়িত্ব অবহেলা এবং বেশি লাভের আশায় অতিরিক্ত যাত্রীবোঝাই করে প্রাণনাশ করার অভিযোগে এসআই জসিম বাদী হয়ে দণ্ডবিধির ২৮২ এবং ৩০৪ (খ) ধারায় এই মামলা করেন বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি মো. জিয়াউল আহসান।
দুর্ঘটনার সময় হেলপার নয়ন নৌযানটি চালাচ্ছিলো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এদিকে দুর্ঘটনার পর চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত নৌযানটির মালিক ইউসুফ কিংবা ওই সময়ে চালকের দায়িত্বে থাকা নয়নকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
উল্লেখ্য, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সন্ধ্যা নদীতে ঐশী প্লাস নামে ওই নৌযান ডুবির ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত মোট ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো রাজু হাওলাদার নামে এক যুবক নিখোঁজ রয়েছে পুলিশের তালিকায়। তার বাড়ি একই উপজেলার মহিষা পোতা গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন