লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে হাই কোর্ট ১০ মামলায়
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দায়েরকৃত পৃথক ১০ মামলায় ক্ষমতাসীন দলের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে ওই মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত। মঙ্গলবার বিচারপতি নেজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
গত বছর নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতির আয়োজনে এক অনুষ্ঠানে পবিত্র হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে চট্টগ্রামে সাতটি, চাঁপাই নবাবগঞ্জে একটি লক্ষ্মীপুরে একটি ও ঢাকার একটি মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। আবেদনে মামলার কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ চাওয়া হয়। আজ মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন আদেশের পাশাপাশি মামলা স্থগিত করে রুল জারি করে।
এর আগে গত মে মাসে হাই কোর্টের একই বেঞ্চ লতিফ সিদ্দিকীকে আরো সাতটি মামলায় জামিন দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন