লতিফ সিদ্দিকীর ১৭ মামলায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল
পবিত্র হজ নিয়ে মন্তব্য করায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ১৭টি মামলার কার্যক্রম স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এই আদেশ দেন।
আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
এ বিষয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘১৭টি মামলায় লতিফ সিদ্দিকীকে স্থায়ীভাবে জামিন ও সব মামলার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। আজ মামলার কার্যক্রম স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছেন।’
এর আগে এসব মামলায় চলতি বছরের মে ও জুন মাসে উচ্চ আদালত থেকে জামিন পান আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী। বিচারপতি নিজামুল হক ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত বছর ২৯ সেপ্টেমম্বর নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তি করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী।
কটূক্তি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সব প্রতিবেদনের ভিত্তিতে দেশ ও দেশের বাইরে সমালোচনার ঝড় বয়ে যায়। বিভিন্ন ইসলামী সংগঠন সাবেক এই মন্ত্রীর বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ করে। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে একের পর এক মামলা দায়ের হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন