লন্ডনে এবার নামাজিদের ওপর উঠল গাড়ি, নিহত ১

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়া কয়েকজন মুসল্লির ওপর উঠে যায় একটি ভ্যানগাড়ি। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের উত্তরাঞ্চলে ফিনসবেরি পার্ক এলাকার সেভেন সিস্টার্স রোডে এ ঘটনা ঘটে।
ব্রিটেনের মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিরা ফিনসবেরি পার্ক মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন। তখন একটি গাড়ি তাঁদের ওপরে উঠে যায়। এতে অনেকেই আহত হন।
ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ।
এ বিষয়ে এক নারী প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘জানালা থেকে আমি মানুষের আর্তনাদ শুনতে পাই। সবাই চিৎকার করছিল। একটি ভ্যানগাড়ি লোকজনকে ধাক্কা দেয়।’
‘একটি সাদা ভ্যানগাড়ি ফিনসবেরি পার্কের পাশে দাঁড়িয়ে ছিল। মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে ভ্যানটি মুসল্লিদের চাপা দেয়। আমি হামলাকারীকে দেখিনি। কিন্তু তাকে আটক করা হয়েছে। আমি শুধু গাড়িটি দেখেছি।’
এর আগে গত ৩ জুন লন্ডন ব্রিজের কাছে একটি মার্কেটে হামলা চালায় তিন সন্ত্রাসী। এতে আটজন নিহত হন। আহত হন কমপক্ষে ৫০ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন