লন্ডনে বঙ্গবন্ধু বইমেলা
জাতি হিসেবে বিশ্ব দরবারে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু। তাঁর ডাকে সাড়া দিয়েই দলমত-নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র নতুন কিছু নয়। এটি সেই পাকিস্তান আমল থেকেই হয়ে আসছে। কিন্তু বাস্তবতা হলো, কোনো ব্যক্তিকে হত্যা করা গেলেও ইতিহাসকে হত্যা করা যায় না। ইতিহাসের শেকড় অনেক গভীরে প্রোথিত থাকে।
লন্ডনে বঙ্গবন্ধু বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বঙ্গবন্ধুকে জানুন, বাংলাদেশকে ভালোবাসুন, এই স্লোগানকে ধারণ করে লন্ডনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু বইমেলা। ১১ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের অক্সফোর্ড হাউসে এই বইমেলার উদ্বোধন করেন আসাদুজ্জামান নূর। বঙ্গবন্ধু সেন্টার, ইউরোপিয়ান কলেজ অব ল ও সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের যৌথ আয়োজনে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, এবারের বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রায় পাঁচ শ বই স্থান পেয়েছে। লন্ডনের ইলফোর্ড এলাকায় অবস্থিত ইউরোপিয়ান কলেজ অব ল মিলনায়তনে মাসব্যাপী চলবে এই বঙ্গবন্ধু বইমেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সেন্টারের পরিচালক ও আওয়ামী লীগ, যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর একুশে গানের রচয়িতা সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, অধ্যাপক লরেন্স ওয়েটসন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। অনুষ্ঠান পরিচালনা করেন বুলবুল হাসান।
ধন ধান্য পুষ্প ভরা গানের ছন্দে উদীচীর শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বইমেলার অন্যতম উদ্যোক্তা প্রশান্ত ভূষণ বড়ুয়া। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার তানিয়া আমীর, আওয়ামী লীগ, যুক্তরাজ্য শাখার উপদেষ্টামণ্ডলীর সভাপতি শামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ও যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ প্রমুখ।
যুগে যুগে বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এমন মন্তব্য করে অনুষ্ঠানের বিশেষ অতিথি আবদুল গাফফার চৌধুরী বলেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই আমরা এগিয়ে গিয়েছি। এটিই বাঙালির ইতিহাস।
বইমেলার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু–কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের শক্তি, আমাদের প্রেরণা, আমাদের অস্তিত্ব। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই কাজ করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন