লন্ডন ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী
ক্তরাজ্যে ৬ দিনের সফর শেষে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করেছেন।
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০১৬) প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা লন্ডনের স্থানীয় সময় বিকেল ৬টা ১৫ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করার কথা রয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন।
ফ্লাইটটি আগামীকাল সকাল সাড়ে ৯টায় (বিএসটি) প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘন্টা যাত্রাবিরতির পর বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইট সকাল ১১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
লন্ডনে অবস্থানকালে ১৪ জুন পার্ক লেন হোটেলে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান করে। এ ছাড়া ব্রিটিশ পার্লামেন্টে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) যুক্তরাজ্য শাথা অফিসে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান কিথ ভাজের আমন্ত্রণে ১৫ জুন এক সংবর্ধনায় যোগ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন