লন্ডন থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে পৌঁছেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিক্যাল চেকআপের জন্য এখন বিদেশে রয়েছেন। তিনি গতকাল শনিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) জার্মানির ফ্রাঙ্কফুর্টে এসে পৌঁছেছেন।
ফ্রাংকফুর্ট বিমানবন্দরে পৌঁছালে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতিকে স্বাগত জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।
রাষ্ট্রপতি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন এবং ১ মে ফ্রাংকফুর্ট থেকে লন্ডনে ফিরবেন। ফ্রাঙ্কফুর্টে রাষ্ট্রপতির সফর সঙ্গী প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীনকে উদ্ধৃত করে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি এম আবুল কালাম আজাদ এ খবর জানান।
এর আগে, রাষ্ট্রপতি মুরফিল্ডস আই হসপিটালে এবং বুপা ক্রমওয়েল হসপিটালে মেডিক্যাল চেক-আপ করানোর লক্ষ্যে গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।
রাষ্ট্রপতি আগামী ৪ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন