লন, আমি আজকে নিজেই স্বীকারোক্তি দিতে এসেছি, আমি গডফাদার, আমি সন্ত্রাসী – শামীম ওসমান
‘লন, আমি আজকে নিজেই স্বীকারোক্তি দিতে এসেছি, শামীম ওসমান গডফাদার, শামীম ওসমান সন্ত্রাসী। দেখেন, যারা বলেন, আমি তো কেন্দ্রের নেতাও না। আমি তো নারায়ণগঞ্জের কিচ্ছু না। আজকে দেখেন, ঢাকা-নারায়ণগঞ্জের রাস্তা পুরা বন্ধ। লক্ষ লোকের জমায়েত প্রমাণ করেছে, আমরা মানুষের ভালোবাসা পেয়েছি।’এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য শামীম ওসমান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে শনিবার বিকেলে নগরীর জামতলা জেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ আয়োজিত মাদক বিরোধী সমাবেশে শামীম ওসমান এ মন্তব্য করেন।
জেলার বিভিন্ন এলাকা থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে শামীম ওসমান অনুসারী নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন।
শামীম ওসমান বলেন, ‘সামনে আরো বড় ধরনের জঙ্গি হামলা হওয়ার সম্ভাবনা আছে। কেন? এই কারণে বলি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ। প্রথমে জঙ্গি দিয়ে শুরু করতে চাই। বিএনপির শামসুজ্জামান দুদু গত পরশু দিন বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের মানুষ কাশ্মীরের জনগণের পক্ষে। আমি এই বক্তব্যের গভীরতায় যেতে চাই। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের পক্ষে। কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনা চলছে। এই কাশ্মীর নিয়ন্ত্রণ করতে চায় কারা? লস্কর-ই তৈয়্যবা। ইসলামের নামে যারা ইসলামকে ধ্বংস করছে। তাহলে বিএনপি নেতার বক্তব্যে আমি গন্ধ পাই যে তারা ওই লস্কর-ই তৈয়্যবাসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমর্থন চায়। তারা জানে জনগণের ভোটে তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্ভব না। তাই আজ আমাদের সচেতন হওয়ার সময় আসছে।’
সমাবেশে আক্ষেপ করে শামীম ওসমান বলেন, ‘সাংবাদিকরা আমাকে নিয়ে লিখেছেন আমি কেন্দ্রীয় কমিটির সদস্য হতে যাচ্ছি। আসলে আমি জেলা কমিটিরও সদস্য না। আমি শেখ হাসিনার কর্মী। আপনাদের ভাই।’
শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন,মেয়র আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমানজনক কথা বলেছেন। এ কারণে প্রধানমন্ত্রীর কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে।
শামীম ওসমান বলেন,মাদকে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। ঐশী নামের একটি মেয়ে মাদকাসক্ত হয়ে মা বাবাকে হত্যা করেছে। তাই মাদক ব্যবসায়ীদের ধ্বংস করতে হবে। আমরা বাহবা চাই না। কাজ করে দেখাতে চাই।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো.বাদল,সহ-সভাপতি চন্দন শীল, রোকন উদ্দিন আহমেদ,আনিসুর রহমান দিপু ও ১৪ দল নেতা এম এ সাত্তারসহ অন্যরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন