লর্ডসে ব্যাট হাতে ইতিহাস গড়লেন আলেক্স হেলস

১৮১৪ সালে ‘থমাস লর্ডসে’র নামে তৈরি করা হয় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। এই মাঠে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়। সে হিসেবে ১৯৬৩ সালে সর্বপ্রথম জিলেট কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় এখানে।
১৯৭২ সাল থেকে এখানে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত এখানে অনেকগুলো আন্তর্জাতিক ও লিস্ট ‘এ’ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যত ব্যাটসম্যান এখানে সেঞ্চুরি কিংবা তার বেশি রান করেছেন সেগুলোকে গতকাল রাতে ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান আলেক্স হেলস। রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের ফাইনালে শনিবার রাতে সারের বিপক্ষে অপরাজিত ১৮৭ রানের ইনিংস খেলেন। লর্ডসে এটাই লিস্ট ‘এ’ কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
এর আগে ১৯৭৯ সালে এই মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ অপরাজিত ১৩৮ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ইসাক ভিভিয়ান আলেক্সজান্ডার রিচার্ডস (ভিভ রিচার্ডস)। শুধু তাই নয়, এই মাঠে যেকোনো ফাইনালে এটি সর্বোচ্চ ব্যাক্তিগত রানের ইনিংস। এর আগে ১৯৬৫ সালে জিলেট কাপের ফাইনালে ইয়র্কশায়ারের হয়ে সারের বিপক্ষে ফাইনালে ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন জিওফ্রে বয়কট। গেল ৫২ বছর ধরে সেটাই ছিল এই মাঠে লিস্ট এ ক্রিকেটের ফাইনালে সর্বোচ্চ। শনিবার সেটাও ভেঙে দিয়েছেন হেলস। পাশাপাশি নটিংহ্যামশায়ারের লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে এ যাবত যত ক্রিকেটার খেলেছেন তাদের মধ্যে হেলসের ইনিংসটি সর্বোচ্চ।
২৯৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে উদ্বোধনী জুটিতে মাঠে নামেন। আর জয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মাঠে থাকেন। ২০০ মিনিট ক্রিজে থেকে ১৬৭টি বল মোকাবেলা করেন তিনি। ২০টি বাউন্ডারির পাশাপাশি ৪টি ওভার বাউন্ডারি রয়েছে তার ইনিংসে। স্ট্রাইক রেট ১১১.৯৭।
তার এমন ব্যাটিং তা-বে ১৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নটিংহ্যামশায়ার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন