লাইফ সাপোর্ট নির্ভরতা কমছে খাদিজার, নল দিয়ে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা
সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। লাইফ সাপোর্ট নির্ভরতা কমছে তার। তিনি নলের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করতে পারছেন।
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কনসালট্যান্ট এবং হাসপাতালটির অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দীন সোমবার জানান, খাদিজার লাইফ সাপোর্ট নির্ভরতা কমছে। এ ব্যবস্থার বদলে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। খাদিজার গলায় অক্সিজেন নল স্থাপন করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্যাসেকটিমি। পর্যায়ক্রমে তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেয়ার প্রথম ধাপ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, খাদিজার মুখ থেকে অক্সিজেন নল খুলে গলায় সংযোগ দেয়া হয়েছে।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসেরর ভাই শাহীন আহমেদ জানান, নিয়মিত মাথার ড্রেসিং করা হচ্ছে। তার হার্টবিট ঠিক আছে। ব্যথা দিলে তা অনুভব করছে। কখনও কখনও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সবকিছু মিলিয়ে নার্গিস শিগগিরই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।
অপরদিকে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের শাস্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘৃণা জানানোর ব্যতিক্রমী কর্মসূচি পালন করছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক)।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিকালে এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় শাবির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম চাপাতি দিয়ে কুপিয়ে খাদিজা বেগমকে গুরুতর আহত করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন