লাইভ টিভি টকশোতে দুই আমন্ত্রিত অতিথির তুমুল মারামারি! (ভিডিও)
লেবানিজ টিভি চ্যানেল ওটিভির একটি লাইভ প্রোগ্রামে মারামারি শুরু করে দেন দুই আমন্ত্রিত অতিথি। আহমেদ শ্লাশ ও শেখ বিলাল ডুকমাক নামে দুজন অতিথি সিরিয়ান সংকট নিয়ে কথা বলতে এসেছিলেন। দুজনেই সিরিয়ার পার্লামেন্টের সাবেক সদস্য।
টকশো শুরুর প্রথম থেকেই দুজন একে অন্যের দিকে কটূ কথার তীর ছুঁড়তে শুরু করেন যেটা অবশেষে তুমুল মারামারিতে রূপ নেয়।
টক শো উপস্থাপক রাওয়াদ দাহের বরাত দিয়ে আল আরাবিয়ার প্রতিবেদনে জানা যায়, টক শো’র শুরুতে শেখ বিলাল ডুকমাককে জিজ্ঞেস করা হয়েছিল অপর অতিথি নিয়ে তার কোনো আপত্তি আছে কিনা। তিনি জানান সিরিয়ান শাসকগোষ্ঠির সমর্থকদের সাথে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই। স্পষ্টত শেখ বিলাল সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন করছেন।
এদিকে দুই টকশো আলোচকের সাথে আলোচনা শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এক পর্যায়ে এটা গালাগালি ও মারামারিতে রূপ নেয়। ডুকমাক শ্লাসের দিকে গ্লাস ছুড়ে মারেন। এতে আহমেদ শ্লাশ আহত হন। টিভি কর্মীরা এসে দুজনের মধ্যে মারামারি থামান।
https://youtu.be/OYFTInjnYhA
এই সংক্রান্ত আরো সংবাদ
সেলুন ব্যবসার আড়ালে চলছে নতুন করে অবৈধ অন্য কিছু (ভিডিও)
সেলুন ব্যবসার আড়ালে চলছে নতুন করে অবৈধ অন্য কিছু (ভিডিও)বিস্তারিত পড়ুন
দিন-দুপুরে মেয়েটির ভঙ্গি দেখে অবাক সবাই! (ভিডিওসহ)
দিন-দুপুরে মেয়েটি যা করল দেখলে আপনিও টাস্কি খাবেন! দিন-দুপুরে মেয়েটিবিস্তারিত পড়ুন
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম (ভিডিওসহ)
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম। তিনি চীনে অনুষ্ঠেয় আগামীবিস্তারিত পড়ুন