লাক্স সুপারস্টারের গ্র্যান্ড ফিনালে শুক্রবার

১১ মে, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৮’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এদিন সন্ধ্যা ৭টায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ঘোষণা করা হবে সেরা সুন্দরীর নাম। গ্র্যান্ড ফিনালের এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পর্দায়। প্রতিবারের মতো এবারও লাক্স সুপারস্টারের নবম এ আসরটি অনুষ্ঠিত হচ্ছে লাক্স ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে।
নবম এ আসরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল গত ৩ জানুয়ারি থেকে। শুরু থেকেই যেখানে বিচারক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান, ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নায়ক আরিফিন শুভ এবং নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। গ্যান্ড ফিনালেতেও তারাই এই চেয়ার তিনটি অলংকৃত করবেন।
এরই মধ্যে সারাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেয়া হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে পাঁচ জনকে রাখা হয়েছে গ্র্যান্ড ফিনালেতে লড়াই করার জন্য। গত পাঁচ মাস ধরে ফটোশ্যুট, অ্যাক্টিং, ড্যান্স, মডেলিংসহ বিভিন্ন টাস্কের মাধ্যমে বের করে আনা হয়েছে তাদের অদেখা প্রতিভাগুলোকে।
বাছাইকৃত পাঁচ জন হলেন সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন এবং নাবিলা আফরোজ। এদের মধ্য থেকেই যেকোনো একজন হবেন ‘লাক্স সুপারস্টার ২০১৮’। তবে এই পাঁচ জন থেকে কে হবেন এ বছরের লাক্স সুপারস্টার, সেটা জানার জন্যই আপাতত উন্মুখ হয়ে বসে আছেন দর্শকরা।
লাক্স সুপারস্টারের এবারের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক। সেই বিশেষ চমকটি হচ্ছে, এবারই প্রথমবারের মতো এক মঞ্চে পারফর্ম করবেন সাবেক তিন লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও জাকিয়া বারী মম। এছাড়াও পারফর্ম করবেন এবারের আসরের তিন বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন