লাখাইয়ে সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের লাখাইয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
এ সময় উভয়পক্ষের বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শনিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। এ সময় ফরহাদ ও জুয়েল নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
আহতদের মধ্যে মামুন (২৫), জাহেদ আলী (৩০), চান মিয়া (৪৫), লাল মোহন (৫০), ফরিদ (৩৫), ফারুক (৩৫), আশ্রব (৪৮), রাজু (২৫), মোতাব্বির (৩০), সুমন (২৬) ও মাহফুজকে (২০) গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সংঘর্ষে আহতরা চিকিৎসা নিতে এসে হাসপাতালে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও আহত সূত্রে জানা যায়, লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আবুল কালাম ও মিসির আলীর ছেলে সানোয়ারের মাঝে পূর্ববিরোধের জেরে আজ বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ সর্তক রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন