‘লাদেনের মাথায় একাই তিনটি গুলি করি’
জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের মুখমণ্ডলে তিনটি গুলি করে একাই হত্যা করেছিলেন বলে দাবি করেছেন মার্কিন নেভি সিল টিমের প্রাক্তন সদস্য রবার্ট ও নেল।
সম্প্রতি প্রকাশিত হয়েছে তার বই ‘দ্য অপারেটর: ফায়ারিং দ্য শটস দ্যাট কিলড বিন লাদেন’। এই বইয়ে ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করার বর্ণনা করে রবার্টের দাবি, গুলিতে ঝাঁঝরা ওসামার মুখ এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে শনাক্তকরণের জন্য তা জুড়ে একত্রিত করতে হয়। এই দাবির সত্যতা জানা না গেলেও ওই অভিযানের খুঁটিনাটি খোলসা করে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন রবার্ট।
পাকিস্তানের অ্যাবোটাবাদে প্রায় নিশ্ছিদ্র দুর্গে স্ত্রী ও ১৭ জন ছেলেপুলে নিয়ে থাকতেন ওসামা। ২০১১-র ২ মে সেখানেই অভিযান চালান নেভি সিলের সদস্যেরা।
রবার্টের দাবি, ঘটনার রাতে পাঁচ-ছয়জন নেভি সিল সদস্যকে নিয়ে তিনি ওই দুর্গে ঢোকেন। সিঁড়ি বেয়ে দুর্গের তিনতলার চাতালে উঠতেই সামনে পড়ে যান ওসামার ছেলে খালিদ। সঙ্গে সঙ্গে একটি স্তম্ভের আড়ালে লুকিয়ে পড়েন তিনি। তার হাতে ছিল একে-৪৭।
নেভি সিলের এক এজেন্ট সে সময় আরবি ভাষায় বলেন, খালিদ, এদিকে এসো। উত্তরে খালিদ চিৎকার করে বলেন, কী? এরপর সামনে আসতেই তার মুখে গুলি করা হয়। খালিদকে হত্যা করার পর তিনতলায় উঠে একের পর এক ঘরে তল্লাশি চালাতে থাকেন তারা। ওই তিনতলাতেই ওসামার চার স্ত্রীর মধ্যে তিন জন থাকতেন। তাদের সঙ্গে অন্য সন্তানদের নিয়ে থাকতেন ওসামা।
তল্লাশি চালাতে চালাতে একটি পর্দাঘেরা ঘরের সামনে এসে দাঁড়ান রবার্ট ও তার সঙ্গী। আশপাশে তখন আর কেউ নেই। রবার্ট তার সামনের সঙ্গীর কাঁধে চাপ দিয়ে এগিয়ে যাওয়ার ইশারা করেন। আচমকা পর্দা সরিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েন তারা। তাদের দুজনকে দেখে ঘরের নারীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন। রবার্টের সঙ্গী তাদের সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। রবার্ট এগিয়ে যান। ঘরের এক কোণেই বিছানার সামনে দাঁড়িয়ে ওসামা। সামনে তার এক স্ত্রী। স্ত্রীর কাঁধেই হাত রেখে দাঁড়িয়ে ওসামা।
ওই বইয়ে রবার্ট লিখেছেন, এক সেকেন্ডেরও কম সময়ে ওই মহিলার ডান কাঁধের ওপর লক্ষ্য করে গুলি ছুড়ি ওসামার মুখে। পর পর দুই বার। ট্রিগারে চাপ দিতেই ওসামার মাথা ফেটে চৌচির। তিনি মাটিতে গড়িয়ে পড়েন। নিশ্চিত হতে ফের এক বার গুলি চালাই তার মাথায়।
রবার্টের দাবি, এরপরই ঘরে ছুটে আসেন নেভি সিলের অন্য সদস্যরা। ঘরের আর এক কোণে একটি দু’বছরের বাচ্চার সঙ্গে তখনও কাঁপছিলেন ওসামার ওই স্ত্রী।
৯০ মিনিটের সেই অভিযান শেষে আফগানিস্তানে নিজেদের শিবিরে ফিরে আসেন রবার্টরা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন