লাভ বাইটের অজানা ৫
লাভ বাইট। উগ্র ভালবাসা, গভীরতা, মাদকতা প্রকাশের অন্যতম ভাষা। লাভ বাইট অনেককেই আকর্ষণ করে, অনেকে আবার তা নিয়ে বেশ নেশাগ্রস্ত। কিন্তু লাভ বাইটই হয়ে উঠতে পারে বিপজ্জনক। জেনে নিন লাভ বাইট নিয়ে পাঁচ অজানা কথা।
ক্ষত : লাভ বাইট কিন্তু আসলে ক্যাপিলারি ছিঁড়ে গিয়ে গভীর ক্ষত তৈরি করে। যা পরে জটিল সমস্যা ডেকে আনতে পারে।
আয়রন : সঙ্গীর লাভ বাইটে যদি আপনার ত্বকে গভীর লাল দাগ হয়ে যায়, তা হলে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।
হারপিস : ওরাল হারপিসের মতো মারণ ভাইরাস ছড়াতে পারে লাভ বাইটের মাধ্যমে। অবশ্যই সাবধান থাকুন।
স্থায়ী ক্ষত : জেনে রাখুন লাভ বাইট থেকে হওয়া ক্ষত কিন্তু সারে না। দাগ থেকে না গেলেও অনেক সময়ই ভিতরের ক্ষত থেকে যায়। রক্তেও সংক্রমণ ঘটতে পারে।
দাগ : আপনার ত্বক যদি অতিরিক্ত সংবেদনশীল হয় তবে স্থায়ী দাগ হয়ে যেতে পারে। নতুন লাভ বাইট দেখতে যতটা আকর্ষক, পুরনো ক্ষতের দাগ কিন্তু ততটাই বিরক্তিতে ফেলবে আপনাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন