লালমনিরহাটে অগ্নিকাণ্ডে গৃহপালিত পশু পাখি পুড়ে ছাই
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহ-পালিত পশু হাঁস-মুরগী, গরু-ছাগল আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই গ্রামের বাসিন্দা আব্দুর রহমান রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার মধ্যরাতে উপজেলার উত্তর জাওরানী গ্রামের বাসিন্দা কৃষক (দিনমজুর) সুতু মিয়ার বাড়ির রান্না ঘরে হঠাৎ আগুন লাগে। বাড়ির লোকজন ঘুমে থাকার কারনে এবং টের পাওয়ার আগেই রান্না ঘরের পাশে অবস্থিত গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পড়ে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করে আগুন নেভানোর জন্য লোকজন ডাকতে থাকে।
তবে আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন ছুটে আসার আগেই ততক্ষনাৎ গোয়াল ঘরে রাখা তিনটি গরু, ৫ টি ছাগল ও ১৫-২০টি হাঁস-মুরগীসহ রান্না ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, রান্না ঘরের চুলা থেকে বা গোয়াল ঘরে রাখা মশা তারানো কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন
ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।বিস্তারিত পড়ুন