লালমনিরহাটে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিবাহ করার প্রলোভন দেখিয়ে হত্যা
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ শেখ সুন্দর গ্রামের ৫ অক্টোবর রাতে দুই সন্তানের জননী নুর জাহান বেগম (৩৮) কে তালাক প্রাপ্ত স্বামী কর্র্তৃক হত্যা করা হয়েছে বলে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলা বিবরণ সূূত্রে জানা গেছে, একই গ্রামের আব্দুল বাছেত মৃত্যু নুরজাহান বেগম এর দ্বিতীয় স্বামী ছিল। সংসার জীবনে স্বামী স্ত্রীর কলোহের কারনে বিগত ৫ মাস পূর্র্বে নুরজাহানের স্বামী বাছেতকে তালাক প্রদান করেন। পরবর্তীতে স্বামী ছাড়া ভাইয়ের বাড়ীতে প্রথম স্বামীর উরশজাত দুটি সন্তানকে নিয়ে জীবন যাপনের এক পর্যায়ে বাছেত পুনরায় নুরজাহানকে বিবাহ করার প্রলোভন দিতে থাকে। এরই এক পর্যায়ে শনিবার রাতে নুরজাহানের বাড়ীতে আসে বাছেত । গভীর রাত্রে তাকে জোরপূর্বক ধর্ষন করে শ্বাস রুদ্ধ করে হত্যা পর পালিয়ে যায়।
এঘটনার সত্যতা নুরজাহানের ছেলে সাইফুল ইসলাম ফকির (১৪) জবান বন্দীতে জানান। পরে খবর পেয়ে রবিবার সকালে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে নুরজাহানের ভাই আব্দুল করিম বাদী হয়ে বাছেতকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এখবর লেখা সময় পর্যন্ত থানায় উপস্থিত সহকারী পুলিশ সুপার সরোওয়ার্দী ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন
ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।বিস্তারিত পড়ুন