লালমনিরহাটে পুকুর থেকে গ্রেনেড উদ্ধার..!
লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের বালু তোলার সময় একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ কাদমা গ্রামের কলেজ প্রভাষক ইমদাদুল হকের পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই পুকুর থেকে মেশিন দিয়ে বালু তোলা হচ্ছিল। বালু তোলার সময় মেশিনের পাইপে হঠাৎ করেই একটি লোহা সাদৃশ্য বস্তু আটকে যায়। ফলে বালু তোলার কাজে নিয়োজিত মামুন নামে এক যুবক পাইপের মুখে আটকে থাকা গ্রেনেডটি বের করে নিরাপদে পানির মধ্যে রাখে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুকুরের মালিক ইমদাদুল হক বলেন, গ্রেনেডটি দেখে আমরা খুব ভয় পেয়েছিলাম। পরে দ্রুত পুলিশকে খবর দেয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিএসবি) সদস্য হেলাল উদ্দিন বলেন, ৫-৬ ইঞ্চির লম্বা গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় এক কেজি ওজনের ওই গ্রেনেডটি বেশ পুরাতন বলে মন্তব্য করেন তিনি।
লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞদের বিষয়টি জানান হবে। তারা এসে এটি পরীক্ষার-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন
ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।বিস্তারিত পড়ুন