লালমনিরহাটে যত্রীবাহী বাস উল্টে আহত -20
সোহানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনায় যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে পথচারীসহ 20 জন যাত্রী আহত হয়েছেন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সোমবার সকাল দশটায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষর্দশী জানান,বগুড়া থেকে ছেড়ে আসা পাটগ্রাম গামী তুনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস (বগুড়া-জ-০৫-০০২৯) উপজেলার চাপারতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্বের গর্তে পড়ে যায়। এ সময় বাসে থাকা যাত্রী ও পথচারীসহ অন্তত পক্ষে 20জন যাত্রী আহত হয়েছেন। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুত্বর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব জানান, সড়ক দুর্ঘটনার বেশ কয়েকজন রোগীকে ভর্তি করানো হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন
ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।বিস্তারিত পড়ুন