লালমনিরহাটে স্কুলে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ!
লালমনিরহাট প্রতিনিধি:
নানা অনিয়ম সহ স্কুলে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ উঠেছে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্দেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা বর্মার বিরুদ্ধে।
জানাযায়, গত ১৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অসুস্ততার অযুহাতে ঢাকায় অবস্থান করেন তিনি। ৬ অক্টোবর স্কুলে এসে ১৭ থেকে ২০ ও ২৪,২৫ সেপ্টেম্বর এবং ৪,৫ অক্টোবর হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এবং বাকী দিনগুলো সি, এল দেখায়। এছারাও তিনি সঠিক সময়ে স্কুলে আসেননা বলেও শিক্ষার্থী অবিভাবকদের অভিযোগ।
সম্প্রতি, তার বিরুদ্ধে দুর্নীতিসহ উপবৃত্তির টাকা আত্নসাতের অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।
অভিযোগের তদন্তে প্রাথমিক ভাবে তিনি অভিযুক্ত হয়েছেন। এজন্য তাকে সতর্কতা মূলক চিঠি দেওয়া হয় বলে জানিয়েছেন তদন্ত কমিটিতে থাকা কাকিনা ইউপি চেয়ারম্যান শহিদুল হক সহিদ।
উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাশ বলেন, বিষয়টি জানা নেই,লিখিত অভিযোগ দায়ের করলে ব্যাবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন
ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।বিস্তারিত পড়ুন