রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুহত্যা
লাশ আনবো সে টাকাও যোগাড় করতে পারছি না

নারায়ণগঞ্জ : রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা শিশু সাগর বর্মণের (১০) লাশ টাকার জন্য আনতে পারছেন না বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহত সাগরের বৌদি অঞ্জনা রানী বলেন, ‘আমরা গরিব মানুষ। এখন লাশ যে আনবো সে টাকাও যোগাড় করতে পারছি না।’
সোমবার দুপুর ১টায় সাগরের বড়ভাই রিপন বর্মণের স্ত্রী অঞ্জনা রানী আরও বলেন, ‘গত ৫ মাস আগে নেত্রকোনা থেকে নারায়ণগঞ্জ এসে কারখানাতে কাম শুরু করে সাগর। আমার শ্বশুর রতন বর্মণও এখানে কারখানাতে কাজ করে। আর সাগরের দুই ভাই উদয় ও রিপন কাজ করে নেত্রেকোনায়।’
তিনি বলেন, ‘সাগরের লাশ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। টাকার জন্য আনতে পারছি না। লাশ ঢাকা থেকে আনার পরেই দাহ করা হবে।’
রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়ায় ‘জোবায়দা টেক্সটাইল’ মিলে রোববার দুপুরে শিশু শ্রমিক সাগর বর্মণের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠে। ওই ঘটনায় রাতেই একটি মামলা হয়। অভিযুক্ত করা হয় চারজনকে। যাদের মধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
নিহত সাগর বর্মণের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার রাজিবপুর এলাকায়। বাবা-মায়ের সঙ্গে রূপগঞ্জের তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় থাকতো। সাগর বর্মণের বাবা রতন বর্মণের দাবি, তার ছেলেকে পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে।
রূপগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দোহা মামলা ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, এর আগে রোববার (২৪ জুলাই) মধ্যরাতে কারাখনার চার কর্মকর্তাকার নাম উল্লেখ করে ও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করে নিহত সাগরের বাবা রতন বর্মণ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন- জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুদা, উৎপাদন ম্যানেজার হারুন অর রশিদ, সিনিয়র উৎপাদক কর্মকর্তা আজাহার ইমাম ওরফে সোহেল ও সহকারী উৎপাদন কর্মকর্তা রাশিদুল ইসলাম। এদের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্যরা পলাতক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন