লাশ গায়েব, কবরে শুধু কাফনের কাপড়!
গত ১৬ মে হঠাৎ করেই নিখোঁজ হন সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী এলাকার হরিপুর গ্রামের বৃদ্ধ আব্দুল মনাফ। এরপর ১৮ মে স্থানীয় একটি হাওর থেকে উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। এ ঘটনায় বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। ময়নাতদন্ত শেষে ২০ মে দাফন করা হয় মনাফকে।
লাশের প্রথম ময়না তদন্তে হত্যার আলামত না পাওয়ায় আজ মঙ্গলবার আদালতের নির্দেশে আবারও ময়নাতদন্তের জন্য লাশ তুলতে যায় স্থানীয় প্রশাসন। কিন্তু কবরে মিলেনি লাশ।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, আদালতের নির্দেশে আজ নির্দিষ্ট কবরটি খোঁড়া হয়। এ সময় কবরের ভেতরে লাশের বদলে সেখানে পাওয়া যায় শুধু কাফনের কাপড় ও একটি পলিথিনের ব্যাগ।
এ দৃশ্য দেখে ঘটনাস্থলে উপস্থিতদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলেও জানান ওসি।
এ দিকে মনাফের ভাই আব্দুল হাশিম অভিযোগ করে বলেন, প্রতিবেশী ওস্তার আলী ও তার সন্তানরা মনাফকে অপহরণ করে খুন করে লাশ ঝুলিয়ে রেখেছিল। প্রথম ময়নাতদন্তের সময় চিকিৎসকের সঙ্গে আঁতাত করে এ হত্যাকাণ্ডকে অপমৃত্যু বানিয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তে আসল কারণ বেরিয়ে আসবে মনে করে তারাই কবর থেকে লাশ গুম করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন