লাশ গুমের চেষ্টা পুলিশের, মামলার আসামি ‘জনতা’
কুমিল্লা সদর উপজেলায় পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় নিহত এক যুবকের লাশ গুমের সময় ৩ পুলিশ সদস্যকে আটক করেছিলো স্থানীয় জনতা। তখন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। কিন্তু একদিন পরেই সেই স্থানীয়দের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
লাশ গুমের চেষ্টার সময় পুলিশের গাড়িতে জনতার আগুন কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে এ মামলা করেন। এছাড়া নিহতের ভাই মো. মানিক বাদী হয়ে মাইক্রোবাস চালক আবুল বাশারের বিরুদ্ধেও একটি মামলা করেছেন। পুলিশের গাড়ি পোড়ানোর মামলাটি দায়ের করেছেন সদর দক্ষিণ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জহিরুল আলম।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, নিহত মো. রাসেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি, মাদক পাচার এবং চোরা কারবারের অপরাধে পূর্বে ৪টি মামলা রয়েছে। পুলিশের বিরুদ্ধে লাশ গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি। তবে তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
এদিকে, রাসেল নিহতের ঘটনা তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পুড়ে যাওয়া মাইক্রোবাসটির সম্পর্কে জানান, পুড়ে যাওয়া মাইক্রোবাসটি ভাড়ায় নেওয়া হয়েছিলো। মালিককে এখনও পাওয়া যায়নি। ক্ষতিপূরণের বিষয়েও তিনি কিছু জানেন না।
প্রসঙ্গত, গত শুক্রবার পুলিশের গাড়ির ধাক্কায় রাসেল নিহত হয়। স্থানীয়রা রাসেলের লাশ গুম করার চেষ্টার অভিযোগে পুলিশের ব্যবহৃত মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় জনতা পুলিশ কনস্টেবল খোরশেদ আলম (৪৮), মিজানুর রহমান (৪৭) ও কামাল উদ্দিনকে (৫৫) আটক করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। তবে পুলিশ জানায়, মোটরসাইকেল চালককে থামতে বললে সে না থেমে চলে যেতে চাইলে পুলিশ তাকে ধাওয়া করে। নিয়ন্ত্রণ হারিয়ে যুবকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যায়।
AFS Analytics
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন