লা লিগার সেরা পাঁচ

স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ লা লিগা। নতুন মৌসুমে লা লিগার মঞ্চে সর্বাধিক গোলদাতার মধ্যে রয়েছেন বার্সা সুপারস্টার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এছাড়া তালিকার চার নম্বরে আছেন অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান।
তবে সেরা পাঁচে নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের নাম। ১০ ম্যাচ থেকে ৭ গোল নিয়ে সবার উপরে সুয়ারেজ। দ্বিতীয় স্থানে থাকা মেসির গোল ৮ ম্যাচে ৭ গোল।
তালিকার তৃতীয় স্থানে সেল্টা ফরোয়ার্ড লেগো আসপাস।তাঁর গোলসংখ্যা ১০ ম্যাচে ৬টি। এছাড়া ৯ ম্যাচ খেলে ৬ গোল করা গ্রিজম্যানের অবস্থান চারে।
অ্যাথলেটিকো ফরোয়ার্ড কেভিন গেমেরোর রয়েছেন তালিকার সেরা পাঁচে। ১০ ম্যাচে ৫ গোল করেছেন এই ফরাসি তারকা।
প্রসঙ্গত, ২০১৫-১৬ মৌসুমে লা লিগা থেকে বাদ পড়ে রায়ো ভায়োকানো, গেটাফ ও লেভান্তে। স্থান পেয়েছে নতুন তিন দল দেপোর্টিভো আলাভেস, সিডি লিগানেস এবং ওসাসুনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন