লা লীগা ম্যাচে ২১ হাজার ২১৮ মিনিট খেলে ২৭০টি গোল করেছেন মেসি
২০০৯-এ ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসার পর ২৪৭ লা লীগা ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো ২৭০ গোল করেছেন। আর ২০০৯ থেকে এ পর্যন্ত লিওনেল মেসিও ২৫২ লা লীগা ম্যাচে ২৭০ গোল করেছেন বার্সেলোনার হয়ে। দু’জনেরই গোল সমান।
পার্থক্য শুধু এই যে, রোনালদো মেসির চেয়ে পাঁচ ম্যাচ কম খেলেছেন। লা লীগায় রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার রোনালদো খেলেছেন ২১ হাজার ২০৬ মিনিট।
অন্যদিকে বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা মেসি মাঠে ছিলেন ২১ হাজার ২১৮ মিনিট। সুতরাং, গোল করার ক্ষেত্রে দু’জন যেমন সমান, তেমনি খেলেছেনও তারা প্রায় একই সময়। রোনালদো প্রতি ৭৮.৫৪ মিনিটে একটি গোল করেছেন।
মেসিও খুব একটা পিছিয়ে নেই। প্রতি ৭৮.৫৯ মিনিটে একটি করে গোল করেছেন তিনি। রোনালদো অবশ্য একটি দিক দিয়ে মেসি থেকে পিছিয়ে।
মেসির তুলনায় রোনালদো সুযোগ নষ্ট করেছেন বেশি। লক্ষ্যভেদে আর্জেন্টাইন তারকার সাফল্যের হার ২৮.৩৩ শতাংশ। রোনালদোর শতকরা ২০.০৩ ভাগ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন