লিওনি উইথ সিংহম বলিউডের মোস্ট ‘হট আইটেম’

ভাড়ে লক্ষ্মী টানতে বলিউড প্রযোজক থেকে পরিচালক এখন সবাই সানি ফর্মূলায় হাঁটছেন। সেই পথে এবার পরিচালক মিলন। সঙ্গে নিয়ে অজয় দেবগণ ও ইমরান হাশমির। সানি লিওনের বলিউড কেরিয়ারে ফের বড় ব্রেক থ্রু। শাহরুখ খানের পর এবার অজয় দেবগন। ‘বাদশাহো’ সিনেমায় বলিউডের সিংহমের সঙ্গে কোমর দোলাবেন লিওনি।
তবে আইটেম নম্বরে সানি লিওনের -অজয়ের সঙ্গে দেখা যাবে, ইমরান হাসমিকেও। যে ইমরান একটা সময় সানি লিওনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে অস্বীকার করেছিলেন। এখন তাঁর সঙ্গে দেখা যাবে ইমরাণকে। ‘বাদশাহো’ পরিচালক মিলন লাথুরিয়া জানিয়েছেন, এই আইটেম নম্বরটা একটু ধরনের হবে।
বলিঅনন্দের খবর, প্রযোজক যোজক ভূষণ কুমারের বোন তুলসির বিয়েতে সানি লিওনের সঙ্গে পরিচয় হয় মিলনের। সেখানে সানিকে শুধু সুন্দর বলে নয় ওঁর ব্যবহার ও বুদ্ধিমত্তার জন্য ভাল লেগে যায় বাদশাহোর পরিচালক মিলনের। সানি নিজে নাকি মিলনের ছবিতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন