লিওনি উইথ সিংহম বলিউডের মোস্ট ‘হট আইটেম’

ভাড়ে লক্ষ্মী টানতে বলিউড প্রযোজক থেকে পরিচালক এখন সবাই সানি ফর্মূলায় হাঁটছেন। সেই পথে এবার পরিচালক মিলন। সঙ্গে নিয়ে অজয় দেবগণ ও ইমরান হাশমির। সানি লিওনের বলিউড কেরিয়ারে ফের বড় ব্রেক থ্রু। শাহরুখ খানের পর এবার অজয় দেবগন। ‘বাদশাহো’ সিনেমায় বলিউডের সিংহমের সঙ্গে কোমর দোলাবেন লিওনি।
তবে আইটেম নম্বরে সানি লিওনের -অজয়ের সঙ্গে দেখা যাবে, ইমরান হাসমিকেও। যে ইমরান একটা সময় সানি লিওনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে অস্বীকার করেছিলেন। এখন তাঁর সঙ্গে দেখা যাবে ইমরাণকে। ‘বাদশাহো’ পরিচালক মিলন লাথুরিয়া জানিয়েছেন, এই আইটেম নম্বরটা একটু ধরনের হবে।
বলিঅনন্দের খবর, প্রযোজক যোজক ভূষণ কুমারের বোন তুলসির বিয়েতে সানি লিওনের সঙ্গে পরিচয় হয় মিলনের। সেখানে সানিকে শুধু সুন্দর বলে নয় ওঁর ব্যবহার ও বুদ্ধিমত্তার জন্য ভাল লেগে যায় বাদশাহোর পরিচালক মিলনের। সানি নিজে নাকি মিলনের ছবিতে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন