লিওনেল মেসির আরও একটি নতুন রেকর্ড
বাঁ পায়ের জাদুতে প্রায় সব রেকর্ডই একে একে নিজের নিজের দখলে নিয়ে নিচ্ছেন লিওনেল মেসি। এবার আরও একটি অনন্য রেকর্ড যোগ হল আর্জেন্টাইন এই তারকার মুকুটে। স্প্যানিশ লা লিগায় সবগুলো দলের বিপক্ষে গোল করার রেকর্ড গড়লেন স্প্যানিশ তারকা লিওনেল মেসি।
মেসির আগে সর্বপ্রথম লা লিগার সবগুলো দলের বিরুদ্ধে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের আইকন ফুটবলার রাউল গঞ্জালেস। শনিবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লাস পালমাসের বিরুদ্ধে একটি গোল করেন মেসি। আর এতেই দ্বিতীয় ফুটবলার হিসেবে ৩৫ দলের বিরুদ্ধে গোল করার এই তালিকায় নাম লিখালেন লিওনেল মেসি।
লা লিগার ৩৫ দলের মধ্যে মেসির সবচেয়ে বেশি ২১টি করে গোল করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়ার বিপক্ষে। এরপর ওসাসুনা ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে করেছেন ১৯টি গোল। লা লিগায় মেসির মোট গোল সংখ্যা ৩২৬টি।
এদিকে মেসি লা লিগায় গোলের বৃত্ত ভরাট করলেও ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও তা করতে পারেননি। রোনালদো পর্যন্ত লা লিগার ৩১টি দলের বিরুদ্ধে গোল করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন