শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লিখে রাখেন এটিই সবচেয়ে ভুয়া টিম : মাশরাফি

বাংলাদেশ জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেখানেই যান নিজের মতো করে মাতিয়ে রাখেন পরিবেশ। ভারতের বিশ্বকাপ মিশন শেষ করে এসে আবারও তিনি গিয়েছিলেন পৃথিবীর স্বর্গ বলে পরিচিত কাশ্মীরে। গতকাল তাকে পাওয়া গেল বিসিবির একাডেমির জিমে।

সেখানেও দেহের নানা কসরৎ করতে করতেই কাশ্মীরের গল্পে মাতিয়ে রাখেন সবাইকে। জিম শেষ হতেই চলে যান একাডেমির মাঠে। সেখানে কলাবাগান ক্রীড়াচক্রের অনুশীলনে যোগ। ব্যাট হাতে নেটে বেশ খানিকটা সময় কাটান। এরই এক ফাঁকে নিজের দল নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। বলেন, ‘লিখে দেন এটি সবচেয়ে ভুয়া টিম।’

এরপর হেসে নিজের দলের ক্রিকেটারদের দেখিয়ে বলেন, ‘এরাই আমার শক্তি। মাঠেতো আমি একা খেলবো না, এরাই আমার সঙ্গে খেলবে। যদি ভালো খেলে তো ভালো। আমি মনে করি দলটি ভালো হয়েছে। সবাইকে নিয়ে যেন মাঠে ভালো করতে পারি সেই চেষ্টাই করবো।’

১০ই এপ্রিল ৭ আইকন ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার বাই চয়েজে বেশ নাটকই হয়েছে। আগে ভাগে সুযোগ পেয়েও দলগুলো যেন মাশরাফিকে নিতে চাইছিল না। কিন্তু সুযোগ আসার সঙ্গে সঙ্গে ভুল করেনি কলাবাগান ক্রীড়াচক্রের কর্মকর্তারা। লুফে নিয়েছেন দেশের সবচেয়ে সফল অধিনায়ককে। তাকে পাওয়ার পর সাদামাটা দল নিয়ে বেশ উজ্জীবিত তারা। দলের তরুণ ম্যানেজার তন্ময়কে একটু বেশিই বিস্মিত দেখা গেল। মাশরাফি অনুশীলনে যোগ দেয়াতে ভীষণ খুশি তারা।

তিনি বলেন, ‘মাশরাফি ভাই ফিরেছেন একদিন আগে। আমি ও দলের সবাই ভেবেছিলাম হয়তো একদিন বিশ্রাম নেয়ার পর দলের সঙ্গে যোগ দিবেন। কিন্তু আমিতো আজ এসেই অবাক। সবার আগেই তিনি এসেছেন এবং দলের অনুশীলনে যোগ দিয়েছেন। তার আসার পর সবাই আরও সিরিয়াস হয়ে গেছে। আমরা জানি নেতৃত্ব দিতে তার অসাধারণ ক্ষমতা। বিপিএলে তিনি সাদামাটা একটি দলকে ফাইনালও খেলিয়েছেন। তাকে পাওয়া ছিল আমাদের জন্য বড় ভাগ্যের বিষয়। যে কারণে লটারিতে সুযোগ আসার সঙ্গে সঙ্গে তাকে আমরা দলে নিয়েছি। এটি আমাদের দলবদলের সেরা সিদ্ধান্ত ছিল।’

মাশরাফিকে ছাড়াও কলাবাগানে আছেন জাতীয় দল থেকে অবহেলিত ক্রিকেটার স্পিনার আবদুর রাজ্জাক ও পেসার রবিউল ইসলাম শিবলুর মতো অভিজ্ঞ ক্রিকেটার। এ ছাড়াও দলটির তারুণ্য শক্তিও বেশ ভালো। এর মধ্যে ব্যাট হাতে আলো ছড়ানো তরুণ সাদমান ইসলাম অনিক আছেন, আছেন তাসামুল হকও। অনূর্ধ্ব-১৯ দলের আরেক প্রতিভা নেহাদুজ্জামানও আছেন দলে। দলের ওপেনিংটা একটু দুর্বল হলেও মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার নিয়ে বেশ সন্তুষ্ট কর্তৃপক্ষ।

প্রিমিয়ার লীগে এ দল নিয়ে মাঠে ফাইট দেয়া যাবে সেই আত্মবিশ্বাসও তাদের কম নয়। পেস বিভাগে মাশরাফি ছাড়াও রবিউল ও তরুণ দেওয়ান সাব্বির আছেন। সেই সঙ্গে স্পিনে রাজ্জাক অসাধারণ ভূমিকা রাখবে বলে দলের দৃঢ় বিশ্বাস। এর মধ্যে যোগ দিতে পারেন আরেক বিদেশি তারকা হ্যামিল্টন মাসাকাদজা।

তন্ময় বলেন, ‘জিম্বাবুয়ের মাসাকাদজার সঙ্গে আমাদের কথা হয়েছে সে হয়তো আসবে। তাহলে আমাদের ব্যাটিংয়ে যে ঘাটতি আছে তা দূর হয়ে যাবে। আর বাকিটা আমাদের দেশীয় শক্তিও খুব খারাপ নয়।’
অন্যদিকে দলে মাশরাফিকে পেয়ে তরুণরাও বেশ অনুপ্রাণিত।

সাদমান ইসলাম অনিক বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দলটা বেশ ভালো। ব্যাটিং ও বোলিং দুইটাই বেশ ভালো আছে। বিশেষ করে মাশরাফি ভাইকে পেয়ে আমরা আরও বেশি আত্মবিশ্বাসী। খুব ভালো লাগছে তার নেতৃত্বে আমরা খেলবো। এটি আমারই জন্য নয়, দলের সব তরুণদের জন্য বড় অনুপ্রেরণার।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি