লিগে সেঞ্চুরি করলেন সাব্বির
আগের ম্যাচে করেছিলেন ফিফটি। এবার সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন সাব্বির রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে আজ বুধবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ব্যাটসম্যান দলের বড় রানে রেখেছেন চমৎকার ভূমিকা। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির।
ত্রয়োদশ ওভারে উইকেটে এসেছিলেন সাব্বির। ৭৯ রানে প্রথম উইকেটের পতনের পর। এরপর দুটি ভালো পার্টনারশিপ গড়েছেন। মেহেদি মারুফের (৩৫) সাথে দ্বিতীয় উইকেট জুটি ৬১ রানের। নুরুল হাসানের সাথে তৃতীয় উইকেটে পার্টনারশিপটা ১৩৩ রানের। নুরুল করেছেন ৬৩ রান।
৪৭তম ওভারে গিয়ে লিগে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা করেছেন সাব্বির। ৯৬ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন। পরের ওভারে সেঞ্চুরির পরের বলটি খেলতে গিয়েই আউট সাব্বির। ঠিক ১০০ রানেই বিদায় তার। দলের রান তখন ২৯২। সাব্বিরের ক্যারিয়ারে ফার্স্ট ক্লাস সেঞ্চুরি আছে তিনটি। তার মানে সব ধরণের ক্রিকেট মিলিয়ে এটি তার পঞ্চম সেঞ্চুরি। এবারের লিগে এটা সাব্বিরের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ১৬ রান করার পরের ম্যাচে করেছিলেন ৫৩।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন