লিটনের ব্যাটে রান

এবারের ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন লিটন দাস। ডানহাতি ব্যাটসম্যান পরের দুই রাউন্ডে আর খেলতে পারেননি।
চোট কাটিয়ে মাঠে ফেরেন গত বিপিএল দিয়ে। কিন্তু কুমিল্লার হয়ে পুরো বিপিএলে রান-খরায় ভুগেছেন লিটন। তবে আজ মাঠে গড়ানো জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের প্রথম দিনেই ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের হয়ে তিনটি টেস্ট খেলা এই ব্যাটসম্যান।
সিলেটে রংপুরের হয়ে চট্টগ্রামের বিপক্ষে সায়মন আহমেদের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন লিটন। তিনি মুখোমুখি পঞ্চম বলেই মনিরুজ্জামানকে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন।
উদ্বোধনী জুটিতে লিটনের সঙ্গে ৬৬ রান যোগ করে ব্যক্তিগত ২২ রানে হোসেন আলীর বলে বোল্ড হয়ে ফেরেন সায়মন। তবে লিটন মাহমুদুল হাসানের সঙ্গে জুটি বেঁধে তুলে নেন ফিফটি।
আরিফ আহমেদকে চার মেরে লিটন ফিফটি পূর্ণ করেন ৬১ বলে। লাঞ্চে যাওয়ার আগে ৭১ বলে ১০টি চারের সাহায্যে লিটন অপরাজিত ৫৬ রানে। রংপুরও শতরান পেরিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন