শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লিটনের মাঝে মনস্তাত্ত্বিক সমস্যা দেখছেন পাইলট

এই বছরের শুরুতে ঘরের মাঠেই অভিষেক। ভারতের বিপক্ষে সেই ওয়ানডেতে ইনিংসটাকে রঙ্গিন করে রাখা হয়নি। মাত্র ৮ রান করেই সাজঘরে। পরের দুই ওয়ানডেতে ৩০ পেরিয়েছিলেন। কিন্তু বড় ইনিংস আসেনি বাংলাদেশ ব্যাটসম্যান লিটন দাসের ব্যাট থেকে। তাতে অবশ্য পিছু ফিরে দেখতে হয়নি ডানহাতি এই টপ অর্ডারকে।

পরের সবকটি ওয়ানডেতে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ মিলেছে তার। দলে জায়গাটা মূলত ব্যাটসম্যান হিসেবেই। মাঝে মধ্যে একটু আধটু উইকেট কিপিং করা। কিন্তু তার আসল দায়িত্ব দলের প্রয়োজন বুঝে ব্যাটিং করা। যদিও এখন পর্যন্ত সেটা করে দেখাতে পারেননি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। টানা সুযোগ পেয়েও বারবার খেই হারিয়ে চলেছেন তিনি।

এমন হওয়ার পেছনে অন্য কিছু দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। তার মতে মানসিক সমস্যার কারণেই বারবার সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারছেন না লিটন।

সাবেক এই অধিনায়ক বলছেন, ‘আমি মনে করি লিটন সুযোগ পেলেও সে কোন মানসিক প্রতিবন্ধকতার মধ্যেই আছে। আমার মনে হয় তার সঙ্গে টিম ম্যানেজমেন্টের কথা বলা উচিত। তার কি সমস্যা হচ্ছে সেটি জেনে সমাধান করা উচিত। সেই সঙ্গে প্রযোজন হলে তাকে বিশ্রাম দিয়ে এই মানসিক সমস্যা দূর করা উচিত।’

তবে লিটনের মেধা নিয়ে কোনো শংসয় নেই পাইলটের, ‘অবশ্যই লিটন খুবই ভাল ও প্রতিভাবান ক্রিকেটার। তাকে সুযোগ দেয়া হচ্ছে যেন তার সেরাটাই আমরা পেতে পারি। আমরা যদি শ্রীলঙ্কার আতাপাত্তুর কথা বলি সে কিন্তু তার প্রথম ম্যাচ থেকে বেশ কিছুদিন রান পাননি। কিন্তু তাকে সুযোগ দেয়ার ফলে সে শ্রীলঙ্কার সেরা একজন ক্রিকেটার হিসেবেই ক্যারিয়ার শেষ করে।’

তবে আরো ক্রিকেটার থাকায় তাদেরকেও সুযোগ দিতে বলছেন সাবেক এই অধিনায়ক, ‘আমিও তার সুযোগের পক্ষে। তবে যেহেতু আমাদের আরও ক্রিকেটার আছে তাই বলব ওদেরও এই জায়গাতে সুযোগ দেয়া উচিত। বাংলাদেশের মত দলের জন্য এতটা ঝুঁকি নেয়াও ঠিক নয়।’

ইতিমধ্যেই খেলে ফেলেছেন ৮টি ওয়ানডে। সর্বোচ্চ রান করেছেন ৩৬। সব মিলিয়ে ১৫.২৮ গড়ে তার মোট রান ১০৭। তবু বারবার তার ওপর আস্থা রাখা হচ্ছে। আগের কয় ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করলেও সৌম্য সরকারের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ইনিংস উদ্বোধন। এতেও ভাগ্য বদলায়নি তার, রানের খাতা খোলার সুযোগও মেলেনি।

ওই ম্যাচ শেষেই কথা উঠেছিল- লিটনকে বেশি সুযোগ দেয়া হয়ে যাচ্ছে? অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একমত হননি। বলেছিলেন, লিটন ভালো ব্যাটসম্যান। এই ম্যাচ নয়তো পরের ম্যাচ দিয়েই সে ফিরে আসবে। কিন্তু দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন লিটন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি