মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লিটন ঝড়ে বৃথাই গেল নাঈমের সেঞ্চুরি

সেঞ্চুরি করেও ম্যাচ জেতাতে পারলেন না লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। আবাহনীর ওপেনার লিটন দাসের ১০১ বলে ১৩৬ রানের ঝোড়ো ইনিংসের কাছে ম্লান নাঈমের ১১৯ বলে ১২৩ রানের লড়াই। ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে তোলে ২৮৪ রান। ৪৯ রানের জয়ে শীর্ষে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছেই থাকল আবাহনী।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন আবাহনী ওপেনার লিটন দাস। ৩৮ বলে ফিফটি পূর্ণ করেন। ৭৮ বলে পৌঁছান তিনঅঙ্কে। শেষ পর্যন্ত ২০ চার ও ৩ ছয়ে করেন ১৩৬। এক ম্যাচ আগেই মোহামেডানের বিপক্ষে ১৩৫ রানের ইনিংস খেলেছিলেন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।

দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে লিগের সর্বোচ্চ রান সংগ্রহও এখন লিটন। ১০ ম্যাচের তার ব্যাট থেকে এসেছে ৫৭৮ রান।

লিটন ও সাদমান ইসলাম ওপেনিং জুটিতে যোগ করেন ২০৭ রান। ইনিংসের ২৯তম ওভারে ৮৫ বলে ৮৩ রান করা সাদমান সাজঘরে ফিরলে ভাঙে সেই জুটি। এমন শুরুর পরও অবশ্য পুরো ৫০ ওভার খেলতে পারেনি আবাহনী। এক বল আগেই ৩৩৩ রানে অলআউট হয় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটি।

মোহাম্মদ শরিফ ও মোশাররফ হোসেন রুবেল নিয়েছেন তিনটি করে উইকেট। মাহমুদুল হাসান দুটি ও দেওয়ান সাব্বির নিয়েছেন একটি উইকেট।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে রূপগঞ্জ। পরে নাঈম ইসলাম ও মোশাররফ হোসেনের প্রতিরোধ গড়েন। দুজনে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের দুটি জুটি গড়ে হারের ব্যবধান কমান। নাঈমের সেঞ্চুরির পর ফিফটির দেখা পান মোশাররফ। এ বাঁহাতি করেন ৬৭ রান। হামিদুলের ব্যাট থেকে আসে ৩৭ রান।

আবু জায়েদ রাহি নিয়েছেন ৩ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন, সাকলাইন সজীব ও শুভাগত হোম নিয়েছেন একটি করে উইকেট।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে হারের ফলে সুপারসিক্সে ওঠা কঠিন হয়ে গেল রূপগঞ্জের। ১০ ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১০। পয়েন্ট টেবিলে এখন দলটির অবস্থান সাতে।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!