লিপস্টিক লাগানো এ কোন শোয়েব আকতার!

দুর্দান্ত গতি আর আকর্ষণীয় বোলিং স্টাইলের কারণে একটা সময় ক্রিকেটবিশ্বে সবচেয়ে ভয়ংকর বোলারে পরিণত হন শোয়েব আকতার। অবসর নেওয়ার পর ক্রিকেট কমেন্ট্রি করে দিন পার করছেন এই বোলার। সম্প্রতি অভিনয়টাও বেশ ভালো করছেন এই স্পিডস্টার। তবে সেই অভিনয়ের কারণেই এবার বেশ সমালোচিতও হচ্ছেন ক্রিকেটবিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই বোলার।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভিতে ‘জিও খেলো পাকিস্তান’ নামে একটি রিয়েলিটি শোর উপস্থাপনা করেন শোয়েব আকতার ও ওয়াসিম আকরাম। সম্প্রতি এই অনুষ্ঠানেই মঞ্চের পেছনের একটি ভিডিওচিত্রে লিপস্টিক ও কড়া মেকআপে দেখা গেছে শোয়েব আকতারকে।
ভিডিওটিতে শোয়েব আকতার অবশ্য তাঁর ছোটবেলার স্মৃতির কথা জানিয়েছেন। বিধ্বংসী এই পাক পেসার জানান, ছোটবেলা থেকেই বেশ শান্ত স্বভাবের ছিলেন তিনি। কখনই জেদ করতেন না। তবে শোয়েবের স্মৃতিচারণ ছাপিয়ে দৃষ্টিকটু লেগেছে অতিরিক্ত মেকআপ ও ঠোঁটে লাগানো কড়া লাল লিপস্টিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বেশভূষার কারণে অনেকেই শোয়েবের সমালোচনা করেছেন। তাঁর অনেক ভক্ত-সমর্থক শোয়েবকে এমন রূপে দেখে বেশ হতাশ হয়েছেন বলেও জানান।
১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়ার পর ১৬৩টি ওয়ানডেতে ২৪৭ উইকেট নেন শোয়েব আকতার। এ ছাড়া পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ১৭৮ উইকেট নেন এই স্পিডস্টার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন