লিবিয়ায় দুই বাংলাদেশি নিহত আরও দুজন আহত
লিবিয়ায় বিবদমান দু’দলের সংঘর্ষে দুই বাংলাদেশি নিহত ও আরও দুজন আহত হয়েছেন। রাজধানী ত্রিপোলি থেকে ১৮শ’ কিলোমিটার দূরে আল কুফরা নগরীতে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- হবিগঞ্জের লাখাই উপজেলার শিকলপুর গ্রামের আব্দুল বাসেদের ছেলে মোসলেউদ্দিন ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ বুটেরদিয়া গ্রামের আবুল কালাম ছেলে মো. আরিফ করিম।
আহতরা হলো- সাইফুল ইসলাম, পিতা- আব্দুল হামিদ, গ্রাম পাদকোনা, উপজেলা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ ও রাজু মিয়া, পিতা- মতিউর রহমান, গ্রাম- টিকরী উপজেলা- মধুপুর, জেলা টাঙ্গাইল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (মিডিয়া) আরাফাত রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়েছে, নিহতদের মৃতদেহ আল কুফরা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আল-কুফরাতে নিহতদের মরদেহ দেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ করেছেন। তারা দেশে ঊভয় পরিবারের সঙ্গে যোগাযোগও করেছেন। এছাড়া আহতদের সঙ্গে হাসপাতালেও যোগাযোগ করেছেন তারা।
এ ব্যাপারে কেউ লিবিয়ার বাংলাদেশে দূতাবাসে যোগাযোগ করতে চাইলে এএসএম আশরাফুল ইসলাম, কাউন্সিলর (শ্রম), মোবাইল: +২১৬২১৯২৪২২৯ এ যোগাযোগ করতে পারবেন।
উল্লেখ্য, গত ১৪ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের বিদ্যমান পরিস্থিতিতে লিবিয়াতে গমন না করার পরামর্শ দিয়েছিল। একইসঙ্গে লিবিয়াতে বসবাসরত কোনো নাগরিককে সংঘাতপূর্ণ এলাকা ভ্রমণ না করার জন্যও অনুরোধ জানানো হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন