লিবিয়া উপকূলে নৌকাডুবে ২০০ শরণার্থীর মৃত্যু
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় দুই শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র কারলোতা সামি জানিয়েছে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালির দিকে যাওয়ার সময় নৌকাডুবে তাদের মৃত্যু হয়। খবর বিবিসি, দ্য ওয়াশিংটন পোস্ট।
মারা যাওয়াদের অধিকাংশই পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা বলে ধারণা করা হচ্ছে। বেঁচে যাওয়া কয়েকজন শরণার্থীর বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে, ডুবে যাওয়া দুটি নৌকার মধ্যে একটিতে ১৩০ জন ও অপর নৌকায় ১৪০ জন যাত্রী ছিল। এখনো পর্যন্ত তিন শিশুসহ অন্তত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কারলোতা সামি জানান, বুধবার রাত তিনটার দিকে ২০ নারী ও ছয় শিশুসহ ১৪০ জন একটি নৌকায় করে লিবিয়া থেকে ভূমধ্যসাগরে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর কিছু সময়ের মধ্যেই নৌকাটি ডুবে যায়। উদ্ধারকারীরা তিন শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার করেন এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করেন। বাকিরা ডুবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রায় একই সময়ে আরেকটি নৌকাডুবির ঘটনায় বেঁচে যান দুই নারী। ওই নৌকটিতে যাত্রী ছিল ১৩০ জন। জীবিত উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় নৌকা দুটি ডুবে যায়।
এ বছর ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় মারা গেছেন চার হাজারেরও বেশি মানুষ। এই পথ দিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে তিন লাখ তিরিশ হাজারেরও বেশি। ২০১৫ সালে পাড়ি দেয় ১০ লাখেরও বেশি মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন