লিভ টুগেদারে আপত্তি নেই সায়নীর

টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। ‘রাজকাহিনি’, ‘একলা চলো’ এর মতো বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। ব্যক্তি জীবনে খুবই স্বাধীনচেতা মানুষ সায়নী।
লিভ ইন রিলেশনশিপের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘চলো লেটস লিভ’ সিনেমাটি। এতে মুখ্য চরিত্র রাহির ভূমিকায় দেখা যাবে সায়নী ঘোষকে। এ চরিত্রটিও বেশ সাহসী।
সম্প্রতি এ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এ সময় ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন সায়নী।
ব্যক্তিগত জীবনে লিভ ইন সম্পর্কের পক্ষে তার মত আছে কিনা জানতে চাইলে সায়নী বলেন, ‘পুরোপুরি মত আছে। আমার কাছে বিয়ে করা আর ঘর করা একই।
আর এখন পতি পরমেশ্বর কনসেপ্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যার সঙ্গে সারাজীবন থাকার পরিকল্পনা করছি, তাকে যদি আগে থেকে জেনে নেওয়া যায় তাহলে ক্ষতি কী। কারণ বিয়ের পর যদি মনে হয়, তাহলে সেটা একদম শেষ পর্যায় হয়ে যায়।
তাই আগেভাগে জেনে নেওয়াতে কোনো আপত্তি নেই। বিশেষ করে আমার মতো যারা নিজেকে নিয়ে আপ্লুত, তাদের তো আরো দেখে নেওয়া উচিত। কারণ বিয়ে শুধু মাত্র একটা ইনস্টিটিউশন, এর বাইরে বিয়ে আর লিভ ইনের মধ্যে কোনো পার্থক্য দেখি না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন