লিস্ট এ ক্রিকেটে সোহানের প্রথম সেঞ্চুরি

ঘরোয়া লিগের লিস্ট এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন সম্প্রতি জাতীয় দলে অভিষেক হওয়া অলরাউন্ডার নূরুল হাসান সোহান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডের প্রথম দিনে এসে এই সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
সোমবার সাভারের বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শেষ পর্যন্ত ১০৮ রান করে নাহিদুল ইসলামের বলে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। এই ইনিংস খেলতে তিনি বল খরচ করছেন ১১২টি। ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে সাজান সোহান।
তার এই সেঞ্চুরির সুবাদে প্রাইম ব্যাংক এদিন বেশ বড় সংগ্রহই দাঁড় করিয়েছে রূপগঞ্জের বিপক্ষে। নির্ধারিত ৫০ ওভার মোকাবেলা করে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৯৯ রান।
এই সেঞ্চুরির ফলে লিস্ট এ ক্রিকেটে সোহান প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন। এর আগে ঘরোয়া ফরমেটের এই আসরে সোহানের একটি হাফ সেঞ্চুরি থাকলেও কোনও সেঞ্চুরি ছিলো না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন