লেকের পানিতে গাড়ি ডুবিয়ে ৩ শিশু সন্তানকে হত্যা
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে লেকের পানিতে গাড়ি ডুবিয়ে তিন সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেছেন এক নারী। খবর বিবিসির।
আজ সোমবার ভিক্টারিয়া সুপ্রিম কোর্টে আকন গোদে নামে ৩৭ বছর বয়সী ঐ নারী তার তিন সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেন।
২০১৫ সালের ৮ এপ্রিল মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উয়িন্ডহ্যাম ভ্যালির একটি লেকে তার এক বছর বয়সী শিশু বোল এবং চার বছর বয়সী যমজ সন্তান হ্যাঙ্গার ও ম্যাদিতকে এই তিন সন্তানকে ইচ্ছাকৃত গাড়ি পানিতে ডুবিয়ে হত্যা করেন। এ সময় তার ছয় বছর বয়সী কন্যা আলোআল গাড়ির মধ্যে ছিলেন। তবে সে বেঁচে যায়।
একজন দোভাষীর মাধ্যমে আদালতের বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। তখন আকন তার অপরাধ স্বীকার করেন। ২০০৮ সালে দক্ষিণ সুদান থেকে অস্ট্রেলিয়াতে এসেছিলেন আকন।
হত্যার শিকার ঐ তিন সন্তানের বাবা জোসেফ মানইয়াং জানান, গত বছর এক শুনানিতে আকন বলেছিলেন, ঘটনা ঘটার আগে তার মাথায় ঝিমুনি ধরেছিল।
জোসেফ আরও জানান, আকন একজন স্নেহময়ী মা। সে ইচ্ছাকৃত সন্তানদের ক্ষতি করতে পারে না।
মূল প্রত্যক্ষদর্শী একজন পুলিশকে জানান, ঘটনার দিন আকন তার সন্তানদের হত্যা করবেন- এমন কিছু বলেছিলেন।
গ্ল্যাডম্যান লেকে গাড়িটি ডুবে যাওয়ার কিছুক্ষণ পর পথচারী এবং জরুরি বিভাগের ক্রুরা শিশুগুলোকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী জরুরি বিভাগে ফোন করে ঘটনাটি সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন।
আলেকজান্ডার কোলসন-ইং নামে ঐ প্রত্যক্ষদর্শী গত বছর আদালতকে বলেন, আমি দেখেছি, ইচ্ছাকৃতভাবে গাড়িটিকে লেকের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তখন দেখে এমনটাই মনে হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি যাওয়া পর ঐ নারী বলেন, তারা পানিতে ভেসে যাচ্ছে, ওরা সাঁতার জানে না। তখন আকন এবং তার কন্যা আলোআলকে উদ্ধার করা হয়।
৩১ জানুয়ারি পরবর্তী হাজিরা পর্যন্ত আকনকে কারা হেফাযতে থাকতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন